৩ মে, ২০২৪ ১৮:১৮

৭২ ঘণ্টায় ৪ হাজার আঙুল সাজালেন নেইলপলিশে কিন্তু কেন?

অনলাইন ডেস্ক

৭২ ঘণ্টায় ৪ হাজার আঙুল সাজালেন নেইলপলিশে কিন্তু কেন?

নাইজেরিয়ার নারী লিশা ডাকর ঘটালেন এক অদ্ভুট কাণ্ড। রেকর্ডের গড়তে ৭২ ঘণ্টায় (তিন দিনে) চার হাজার আঙুল তিনি সাজালেন নেইলপলিশে।

বিশ্ব রেকর্ড ভাঙতেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। 

১৯ বছর বয়সী লিশা নখগুলোতে নীল, গোলাপি ও বেগুনি রঙের বাহারি ডিজাইন করেছেন। তার তিন দিনের এ মহাযজ্ঞ গতকাল বৃহস্পতিবার শেষ হয়। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রুল অনুযায়ী, লিশার রেকর্ড গড়তে হলে প্রতি ঘণ্টায় ৬০টি আঙুলের নখ আঁকতে হবে। এক্ষেত্রে সংস্থাটি বর্তমানে এই নারীর ৪ হাজার নেইলপলিশ করার যে দাবি সেটি রিভিউ করছে। 

লিশা জানান, তিনি তার মতো কিশোরী মায়েদের সম্পর্কে প্রথাগত ধারণার পরিবর্তন আনতে চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলেন। লিশা নেইল টেকনিশিয়ান হিসেবে প্রায় তিন বছর ধরে কাজ করছেন। তিনি নাইজেরিয়ার উত্তরাঞ্চলের নারীদের এগিয়ে নিতে কাজ করতে চান।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর