পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের ৩টি পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১. পদের নাম : সাঁটমুদ্রক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : ৪ (চার)।বেতন স্কেল ও গ্রেড (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী) : ১১,০০০/, ২৬,৫৯০/- (গ্রেড-১৩)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাংলা ও ইংরেজি সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ গতিসম্পন্ন; বাংলা ও ইংরেজি কমিপউটার টাইপে যথাক্রমে প্রতি মিনিটে ২৫ ও ৩০ শব্দ গতিসম্পন্ন।
যে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২. পদের নাম : সর্টার।
পদের সংখ্যা : ০১ (এক) টি।
বেতন স্কেল ও গ্রেড (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী) : ৮,৫০০/, ২০,৫৭০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ।
৩. পদের নাম : অফিস সহায়ক।
পদের সংখ্যা : ০৮ (আট)টি।
বেতন স্কেল ও গ্রেড : (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী) : ৮,২৫০/- ২০,০১০/- (গ্রেড-২০)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২ ও ৩নং পদে যে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ভোলা, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
এছাড়া সব বিভাগের সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী আবেদন করতে পারবেবন।
বয়সসীমা : ০১ অক্টোবর ২০২২ তারিখে ১৮ বছর। বিশেষ ক্ষেত্রে ৩০-৩২ বছর।
আবেদনের নিয়ম : আগ্রহীরা plandiv.teletalk.com.bd-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি : টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১নং পদে ২০০ টাকা, ২-৩নং পদে ১০০ টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় : ২০ নভেম্বর ২০২২ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।