বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা
ইতিহাস

গুপ্তযুগের শ্রেষ্ঠ শাসক

দ্বিতীয় চন্দ্রগুপ্ত একজন যোগ্য শাসক ছিলেন। তার আমলে গুপ্ত সাম্রাজ্যের শাসনব্যবস্থা সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত হয়। ড. স্মিথ বলেন, সম্ভবত ভারতবর্ষ কখনোই প্রাচ্য কায়দায় বিক্রমাদিত্যের (দ্বিতীয় চন্দ্রগুপ্ত) চেয়ে উত্তমরূপে শাসিত হয়নি। অপরাধীকে লঘু দণ্ড দেওয়া হতো। সর্বস্তরের জনগণের জীবন সুখ-শান্তিতে পরিপূর্ণ ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শিল্প ও সাহিত্যের উদার পৃষ্ঠপোষক ছিলেন। সমুদ্রগুপ্তের সময় যে সাংস্কৃতিক উন্নতির সূচনা হয়েছিল, চন্দ্রগুপ্তের সময় তা পরিপূর্ণতা লাভ করে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উদারতার জন্য তার দরবারে বহু প্রতিভাবান ব্যক্তির সমাগম হয়েছিল। ভারতের শেকসপিয়র কালিদাস তার সভাকবি ছিলেন। নবরত্নের পৃষ্ঠপোষক বিখ্যাত বিক্রমাদিত্য হিসেবে তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিষ্ণুর উপাসক হলেও অন্যান্য ধর্ম ও সম্প্রদায়ের প্রতিও সহিষ্ণু ছিলেন। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের লোককে তিনি উচ্চ রাজকার্যে নিযুক্ত করতেন। তার একজন সেনাপতি ছিলেন বৌদ্ধধর্মাবলম্বী এবং একজন মন্ত্রী ছিলেন শৈব মতাবলম্বী।

সর্বশেষ খবর