১৪ অক্টোবর, ২০১৭ ০৮:২৬

ইবিতে দলীয় কর্মীদের হাতে ছাত্রলীগ কর্মী লাঞ্ছিত

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইবিতে দলীয় কর্মীদের হাতে ছাত্রলীগ কর্মী লাঞ্ছিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের জুনিয়র ছাত্রলীগ কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছে লালন শাহ হলের এক সিনিয়র কর্মী। বিষয়টি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও লালন শাহ হল ছাত্রলীগ কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম গ্রুপের কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে।

দলীয় ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে লালন শাহ হল ছাত্রলীগ কর্মী ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী জাহিদুর রহমান জাহিদ হল ডাইনিংয়ে খেতে যায় এবং জাহিদসহ মোস্তফা ও ওলিউল্লাহ খাবারের লাইনে দাঁড়ায়। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ কর্মী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী স্বপ্ন, ইমরান ও সিজন লাইন ক্রস করে সামনে গিয়ে ডাইনিং বয়ের কাছ থেকে খাবার নেয়। খাবার খাওয়ার পর জাহিদ, মোস্তফা ও ওলিউল্লাহ ডাইনিং ম্যানেজার শাবুকে ওই ডাইনিং বয় নাজমুলকে ডেকে আনতে বলে। নাজমুল আসা মাত্রই লাইনে না দাঁড়ানো কাউকে খাবার দেয়ায় মোস্তফা তাকে থাপ্পড় মারতে শুরু করে। এসময় স্বপ্ন, ইমরান ও সিজন এর প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। 

পরে জাহিদ বিকাল ৫টার দিকে ক্যাম্পাসে হাটতে বের হলে স্বপ্ন, ইমরান ও সিজন মিলে জিমনেশিয়ামের সামনে তাকে বেধড়ক মারধর করে। মারধরের ঘটনার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও লালন শাহ হলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

এদিকে সাড়ে সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি সমাধনের জন্য লালন শাহ হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের নেতা কর্মীরা একত্রিত হয়। সমাধান করতে গিয়ে নেতাকর্মীদের মধ্যে পুনরায় কথা কাটাকাটি হয়। এসময় সেখানে ব্যাপক উত্তেজনার সৃষ্টি। একপর্যায়ে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম ফোনে তাদেরকে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা সেখান থেকে চলে যায়।

এ বিষয়ে জাহিদুল ইসলাম বলেন, ‘আমি এবং আমার বন্ধু ওয়ালিউল্লাহ, কাজল বিকালে হাঁটতে বের হলে জিমনেসিয়ামের সামনে থেকে স্বপ্ন, জেভিয়ার, আরাফাতদের নেতৃত্বে ১৫-২০ জন জুনিয়র আমাদের উপর হামলা করে।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিনুর বলেন, ‘ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ যদি অন্যায় করে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করে তাহলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিডি-প্রতিদিনি/০৪ অক্টোবর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর