১৪ অক্টোবর, ২০১৭ ১৭:২৩

ইবির ভর্তি আবেদন শুরু রবিবার

অনলাইন ডেস্ক

ইবির ভর্তি আবেদন শুরু রবিবার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন রবিবার থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।

ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের (রকেট) মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে। এবারই প্রথমবারের মতো ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে পাঁচটি অনুষদের অধীনে আটটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন শিক্ষাবর্ষে ভর্তি আবেদন ফরমের মূল্য ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

একইসঙ্গে উপজাতি কোটা ৫টি থেকে ১৫টি এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ছয়টি বিভাগে ৫টি করে মোট আসনের সঙ্গে ৩০টি আসন বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবার নতুন ৮টি বৃদ্ধি পাওয়ায় মোট বিভাগের সংখ্যা ৩৩টি। নতুন শিক্ষাবর্ষে আটটি বিভাগে ৫৪০টি আসন বৃদ্ধি পাওয়ায় মোট ২ হাজার ২৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানা যায়। আগামী ২৫ থেকে ২৯ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে। 

বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর