১৬ এপ্রিল, ২০১৮ ১৬:১৮

কোটা আন্দোলনের সেই ৩ নেতা ক্যাম্পাসে ফিরেছেন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

কোটা আন্দোলনের সেই ৩ নেতা ক্যাম্পাসে ফিরেছেন

তুলে নেওয়ার অভিযোগ উঠার আগে সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা।

রাজধানীর চাঁনখারপুল থেকে সাদা মাইক্রোবাসে উঠিয়ে নেওয়ার অভিযোগ উঠা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই তিন ছাত্র ক্যাম্পাসে ফিরেছেন। 

সোমবার দুপুর পৌনে তিনটার দিকে তারা ক্যাম্পাসে ফেরেন। এই রিপোর্ট লেখার সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছিলেন।

ওই তিন নেতা হলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হোসেন ও নূর হোসেন। 

ক্যাম্পাসে ফিরে তারা সাংবাদিকদের জানিয়েছেন, তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পরে ছেড়ে দেয়া হয়। আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের বলেছেন, নিরাপত্তার কারণে তাদের সেখানে নেওয়া হয়েছিল।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ শেষে যাওয়ার সময় সংগঠনের ওই তিন নেতাকে রাজধানীর চাঁনখারপুল থেকে সাদা মাইক্রোবাসে উঠিয়ে নেওয়ার অভিযোগ উঠে।


বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর