শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

শিক্ষা সংবাদ

ঢাবির 'খ' ইউনিটের

সাক্ষাৎকার ১৫ জানুয়ারি

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'খ' ইউনিটের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। প্রথম পর্যায়ে প্রতিদিন ৫০০ জন করে মোট ২৫ শ' শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে। কলা অনুষদের ডিন অফিসে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এ ছাড়া সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগে ভর্তির লক্ষ্যে শিক্ষার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের 'ঘ' ইউনিটের উত্তীর্ণদের সাক্ষাৎকার আজ থেকে শুরু হচ্ছে। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। আর সংগীত ও নাট্যকলা বিভাগে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার পরবর্তীতে জানানো হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন Admission.eis.du.ac.bd.

 

রাবির ক্লাস শুরু আজ

১১ দিনের শীতকালীন ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু আজ। গত পরশু বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ৬ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এদিকে ৫ দফা পেছানোর পর বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা আগামী ১০-১৪ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

বাকৃবির ওরিয়েন্টেশন আজ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের লেভেল-১ সেমিস্টার-১-এর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আজ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তা অনুষ্ঠিত হবে। এর আগে তা ৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। -শিক্ষা ডেস্ক

 

 

সর্বশেষ খবর