শনিবার, ২৩ মে, ২০১৫ ০০:০০ টা

সাহিত্য-সংস্কৃতি চর্চা

সাহিত্য-সংস্কৃতি চর্চা

নাটক পরিবেশনায় বিশ্ববিদ্যালয় থিয়েটার নাট্যকর্মীরা

এ বিশ্ববিদ্যালয়ের নৈসর্গিক দৃশ্য যেমন চিত্তাকর্ষক, তেমনি এখানে নিয়মিতভাবে সাহিত্য ও সাংস্কৃতির চর্চা হয়ে থাকে। এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিভাগকেন্দ্রিক ও স্বতন্ত্র সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। কয়েকটি বিভাগ নিয়মিতভাবে নানা বর্ণে সুন্দর হাতের লেখা দিয়ে দেয়াল পত্রিকা প্রকাশ করে থাকে। বিভাগভিত্তিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও রয়েছে স্বতন্ত্র কিছু সাংস্কৃতিক সংগঠন। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ছাত্রছাত্রীদের উদ্যোগে প্রকাশিত হয় দেয়ালিকা 'প্যাপিরাস'। দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের রয়েছে দুটি সংগঠন। দাওয়াহ একাডেমি ও দাওয়া সাহিত্য সংসদ। দাওয়া একাডেমির উদ্যোগে কয়েকটি পুস্তিকাও প্রকাশিত হয়েছে। এছাড়া ফলিত বিজ্ঞান অনুষদভুক্ত কয়েকটি বিভাগ বিজ্ঞান বিষয়ক বেশকিছু সাহিত্য প্রকাশ করে থাকে। এ বিশ্ববিদ্যালয়ে বিভাগবহিভর্ূত কয়েকটি স্বতন্ত্র সাংস্কৃতিক সংগঠন রয়েছে। এগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় থিয়েটার (বীথি) সর্বাধিক স্বয়ংক্রিয়। 'বিহঙ্গ' সাংস্কৃতিক চর্চা কেন্দ্র আরেকটি সাংস্কৃতিক সংগঠন। এদের স্লোগান হচ্ছে 'সামাজিক অবক্ষয় রোধে সংস্কৃতিই হোক জাগরণের হাতিয়ার'। এছাড়া ব্যতিক্রম সাহিত্য ও সাংস্কৃতিক জোট, লালন থিয়েটার, ইবি প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠী, বাংলার মুখ, আবৃত্তি, মুক্ত বাংলা সাংস্কৃতিক জোট, আগমনী সাহিত্য সভা ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট। এসব সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন সময়ে ম্যাগাজিন, সাহিত্য সাময়িকী প্রকাশ করে থাকে। এসব সাময়িকীতে নবীন লেখকদের গল্প, কৌতুক, নাটক, উপন্যাস ইত্যাদি স্থান পায়। বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি ইমাদ উদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয় থিয়েটারসহ অন্যান্য সংগঠন প্রগতিশীল সাহিত্য-সংস্কৃতি চর্চায় অবদান রেখে আসছে। প্রশাসনিক পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে এই কার্যক্রমের আরও ব্যাপ্তি ঘটবে বলে আশা করি।

 

সর্বশেষ খবর