শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

এগিয়ে যেতে কর্মমুখী শিক্ষা

এগিয়ে যেতে কর্মমুখী শিক্ষা

দেশের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ খাত পোশাক শিল্প। দেশের কয়েক হাজার গার্মেন্ট, টেঙ্টাইল ইন্ডাস্ট্রিসহ বুটিক ও ফ্যাশন হাউসে রয়েছে প্রচুর দক্ষ জনশক্তির চাহিদা। তাই এসব বিষয়ে কর্মমুখী শিক্ষা গ্রহণ করে সহজেই ক্যারিয়ার গড়া যায়। পোশাক শিল্পে সবচেয়ে চাহিদাসম্পন্ন, উচ্চআয়ের এবং যুগোপযোগী পেশা বায়িং বা গার্মেন্ট মার্চেন্ডাইজিং, টেঙ্টাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইনিং প্রভৃতি। এসব পেশায় ক্যারিয়ার গড়তে প্রয়োজন উচ্চমানের প্রশিক্ষণ ও ডিগ্রি। শুধু চাকরি নয়, এসব ক্ষেত্রে প্রশিক্ষণ নিয়ে পোশাক শিল্পের সহযোগী অনেক ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে তোলা সম্ভব। তাই প্রফেশনাল ডিগ্রি থাকলে আত্দকর্মসংস্থানেরও সুযোগ রয়েছে। পোশাক শিল্পে উচ্চ আয়ের চাকরির জন্য ফ্যাশন টেকনোলজিতে কয়েক ধরনের প্রশিক্ষণ ও ডিগ্রি রয়েছে। রয়েছে ছয় মাস বা এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স। অন্যদিকে উচ্চ ডিগ্রির ক্ষেত্রে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, অ্যাপারেল ম্যানুফেকচার অ্যান্ড টেকনোলজি, নিটওয়্যার ম্যানুফেকচার অ্যান্ড টেকনোলজি বিষয়গুলোর ওপর অনার্স এবং এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং ডিগ্রি। এসএসসি/ এইচএসসি সম্পন্ন করে যে কোনো বয়সের শিক্ষার্থী ফ্যাশন বা গার্মেন্ট টেকনোলজিতে অনার্স করার পর এমবিএ ডিগ্রি নিতে পারে। গতানুগতিক চাকরির আশায় বসে না থেকে এসব শিক্ষায় শিক্ষিত হয়ে খুব দ্রুত ক্যারিয়ার গড়া যায়। এ বিষয়ে জানতে # বিজিএমআই। ফোন : ০১৯১১৫৬২৬৭৭ * ক্যারিয়ার ডেস্ক

 

 

সর্বশেষ খবর