শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

টিপস

* প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যে কোনো বিষয় অল্প সময়ের মধ্যে বোঝার মতো বোধশক্তি এবং সে ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য থাকতে হবে। * নেতৃত্বের গুণাবলীর সমাবেশ ঘটাতে হবে। এটা থাকবে বলেই আপনি অন্যদের থেকে আলাদা। * সঠিকভাবে মনের ভাব আদান-প্রদানের দক্ষতা থাকতে হবে আপনার। *সংকটময় মুহূর্তে স্থির মস্তিষ্ক থাকলে পরিস্থিতিকে সফলভাবে মোকাবিলা করতে পারবেন। * সমস্যার সমাধানে এমন এক অনুমান পদ্ধতির ব্যবহার করুন, যা অন্যেরা করতে পারে না। যদিও এটা জন্মগত গুণ। তবে যথোপযুক্ত মনোভাব ও অধ্যবসায়ের মাধ্যমে এটা রপ্ত করা যায়। িনির্দিষ্ট লক্ষ্যকে সফল করতে চেষ্টা করুন।

সর্বশেষ খবর