রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

আওয়ামী ট্রেন- গন্তব্য সাল ২০১৯

আওয়ামী সরকারের ট্রেন চলছে। ১ জানুয়ারি, সাল ২০১৫ স্টেশনে পৌঁছেছে। এর পর থাকবে সাল ২০১৬, ২০১৭, ২০১৮ স্টেশন এবং গন্তব্য সাল ২০১৯ স্টেশন। প্রতিটি স্টেশনে পৌঁছাতে লাগবে ৩৬৫ দিন। ভাবনার বিষয়, এই ট্রেন কি তার লাইনে চলতে পারবে? নাকি লাইনচ্যুত হবে? নাকি ড্রাইভার বদল হবে? আমরা ট্রেনযাত্রী জনগণ কি নিরাপদে সাল ২০১৯, স্টেশনে পৌঁছাতে পারব? ট্রেনের যাত্রী যে শুধু জনগণ নয়; মিশে আছে মতলববাজ, দুর্নীতিবাজ, সুযোগ-সন্ধানী, সুবিধাবাদী, স্বার্থান্বেষী প্রভৃতি নানা কিসিমের যাত্রী। আর ট্রেনের বাইরে, ঘাপে ঘোপে, ঝোপ-ঝাড়, ট্রেনের যাত্রা ব্যাহত করার জন্য, বন্ধ করার জন্য, তৎপর হয়ে আছে প্রতিদ্বন্দ্বী দল।

ট্রেনের ভিতরের অপশক্তিগুলোকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার সেই সৎ সাহস আছে কি? ট্রেনের বাইরের প্রতিবন্ধক, সহিংস শক্তিগুলোর মধ্য দিয়ে ট্রেনকে গন্তব্য স্টেশনে পৌঁছানোর দক্ষতা, বুদ্ধিমত্তা-ট্রেনের ড্রাইভার, স্টেশন মাস্টার, লাইন্সম্যান, পয়েন্টসম্যানদের আছে কি জনগণের মধ্যে শঙ্কা বিরাজমান। সততা, ন্যায়নিষ্ঠ, সত্যনিষ্ঠ ও ধৈর্যের অগি্নপরীক্ষায় শেখ হাসিনা। জয় হোক, সত্যেরও জয় হোক, সাম্যেরও জয় হোক- জয় হোক।

মোহা. নাছিরউল্লাহ খান, ১৯৩/এফ ফকিরাপুল, ঢাকা।

 

 

সর্বশেষ খবর