শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

নরসিংদীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাই

বাংলাদেশের মধ্যে নরসিংদী একটি অন্যতম সমৃদ্ধ জেলা। এই জেলা বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। তাঁতশিল্প, পোশাকশিল্প, ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজে এ জেলার অবদান অন্য যে কোনো জেলার চেয়ে বেশি। তাই নরসিংদীবাসীকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য নরসিংদীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি। নরসিংদীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলে নরসিংদীবাসী যেমন প্রযুক্তি শিক্ষা পাবে, নতুন দিগন্ত উন্মোচন হবে, বিজ্ঞানী তৈরি হবে। বিশ্বদরবারে এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সুনাম অর্জিত হবে এবং জ্ঞানের দ্বার উন্মোচিত হবে। নরসিংদীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলে এলাকার মেধাবী, দরিদ্র শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ পাবে এবং তারা শিক্ষিত হয়ে নরসিংদী জেলাকে আরও সমৃদ্ধ ও নিরক্ষরমুক্ত জেলায় রূপান্তরিত করবে। যার ফলশ্রুতিতে নরসিংদীবাসী যেমন উপকৃত হবে দেশবাসীও এর সুফল ভোগ করবে। বর্তমান সময়ে নরসিংদীবাসীকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য নরসিংদীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একান্ত প্রয়োজন। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ শরীফুল হক

পলাশ, নরসিংদী।

 

 

সর্বশেষ খবর