শিরোনাম
২৮ অক্টোবর, ২০১৫ ১৭:১৪

সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে আটক ২

ফাইল ছবি

সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে দুই যুবককে  আটক করেছে বাকলিয়া থানা পুলিশ।  মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন চেকপোস্টে একটি দূরপাল্লার পরিবহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক দু'জন হলেন কক্সবাজার জেলার চকরিয়ার আবুল কালামের ছেলে মো. গিয়াসউদ্দিন (৩০) ও কক্সবাজার সদরের মৃত আবু সামাদের ছেলে মো. আলম (২২)। এদের মধ্যে গিয়াসউদ্দিন কক্সবাজারের কলাতলী এলাকায় মায়াস্টুডিওতে কাজ করে।  আলম পেশায় একজন রিকশাচালক।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানান, শাহ আমানত সেতু চেকপোস্টে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় গিয়াসউদ্দিন তার গলায় ঝোলানো ক্যামেরা দেখিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। কক্সবাজারের দৈনিক সকালের সংবাদের সাংবাদিক পরিচয় দেয় সে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে কক্সবাজার মায়া স্টুডিওতে কাজ করে বলে জানায়।
এসময় গিয়াসউদ্দিনের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা আলমকেও গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


বিডি-প্রতিদিন /২৮ অক্টোবর ২০১৫/শরীফ


এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর