১৪ অক্টোবর, ২০১৭ ১৪:৩৮

আইনমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন : রিজভী

অনলাইন ডেস্ক

আইনমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন : রিজভী

রিজভী আহমেদ/ফাইল ছবি

আইনমন্ত্রীর বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে আইনমন্ত্রীর কমপক্ষে চারবার বিচারের মাধ্যমে সাজা হওয়া উচিত।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আয়োজিত এক মনববন্ধনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, মন্ত্রী হলে শপথ নিতে হয় ক্ষোভ, আক্রোশের বসে মিথ্যা বলা যাবে না। কিন্তু আইনমন্ত্রী মিথ্যা বলেছেন। উনি (আইনমন্ত্রী) বলেছেন- প্রধান বিচারপতির ক্যান্সার হয়েছে। কিন্তু প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার আগে বলে গেছেন তিনি সুস্থ আছেন। 

আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব বলেন, জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে অবশ্যই আইনমন্ত্রীর বিচার করা হবে।

বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার সময় হওয়ায় পুরাতন মিথ্যা মামলায় গ্রেফতারের হিড়িক পড়া শুরু হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, বিচার বিভাগের পাশাপাশি আওয়ামী লীগের আর এক প্রধান প্রতিপক্ষ হলো বেগম খালেদা জিয়া।

বিডি-প্রতিদিনি/০৪ অক্টোবর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর