২১ এপ্রিল, ২০১৮ ১৭:০১

'মাদক ব্যবসার সাথে পুলিশ সদস্য জড়িত থাকলে কঠোর ব্যবস্থা'

অনলাইন ডেস্ক

'মাদক ব্যবসার সাথে পুলিশ সদস্য জড়িত থাকলে কঠোর ব্যবস্থা'

মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। এমনকি কোনো মাদক ব্যবসার সাথে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার সকালে রাজধানীর সবুজবাগ থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মাদকবিরোধী সমাবেশে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের সহিংসতা করার চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে। এই ২০১৮ সালকে ঘিরে যদি কেউ কোনো রকম ২০১৩, ১৪, ১৫, ১৬-এর মতো অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করে, কঠোর হাতে তাদের দমন করব ইনশা আল্লাহ। কোনোভাবেই সেই বোমা সন্ত্রাস আর অগ্নিসন্ত্রাসের পুরনাবৃত্তি এই ঢাকার মাটিতে ঘটতে দেয়া হবে না।

আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের বেতনভোগী কর্মচারী। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা আপনাদের পাশে আছি, আমরা থাকব।

বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর