১৮ জুন, ২০১৮ ১৮:০৮
ঈদের ছুটি

প্রথম কর্মদিবসে প্রাণ ফিরে পায়নি ঢাকা

অনলাইন প্রতিবেদক

প্রথম কর্মদিবসে প্রাণ ফিরে পায়নি ঢাকা

মতিঝিলের শাপলা চত্বর থেকে ছবিটি তুলেছেন জয়ীতা রায়।

ঢাকা শহরের কথা মাথায় আসলে মানুষের সামনে প্রথমেই চলে আসে যানজটের কথা। কিন্তু ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ হলেও সেই চিরচেনা ঢাকা তার আগের রূপ এখনও ফিরে পায়নি। সোমবার প্রথম কর্মদিবসেও তাই ঢাকা ছিল অনেকটা ফাঁকা।

রাজধানীর বেশিভাগ এলাকা ঘুরে তেমনটাই দেখা মিলেছে। ব্যক্তিগত হোক কিংবা গণপরিবহন- যাতায়াতে এখন মানুষকে বেগ পোহাতে হচ্ছে না। সিগন্যাল ছাড়া যানজটে আটকে থাকার মতো তথ্য কেউ জানাতে পারেননি। 

রাজধানীর গণপরিবহনগুলোর এমন বাধাহীন চলাচলে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হয়ে মানুষজন স্বস্তির নিংশ্বাস ফেলছেন।

পরিবার নিয়ে মিরপুর চিড়িয়াখানায় বেড়াতে যাওয়া শরীফ হোসেন নামের এক বাড্ডার বাসিন্দা বললেন, মিরপুর থেকে বাড্ডায় ফিরতে তাকে কোথাও যানজটে আটকা পড়তে হয়নি।

তবে শুধু মিরপুর হয়ে বাড্ডা এলাকা নয়। রাজধানীর কর্মব্যস্ত এলাকা ফার্মগেট হয়ে শাহবাগ, পল্টন গুলিস্তান কিংবা মতিঝিলেও তেমন মানুষের আনাগোনা নেই। তবে এদিন রাস্তায় বের হওয়া নগরবাসীর দাবি, ঢাকায় প্রাণ ফিরে পেতে আরও কয়েকদিন সময় লাগবে। তাদের ধারণা, আগামী রবিবার থেকেই চিরচেনা ঢাকাকে দেখতে পাবে নগরবাসী।


বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর