৩১ জুলাই, ২০২৪ ১৫:২৭

নাশকতার প্রতিবাদে শ্যামপুর-কদমতলীতে বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক

নাশকতার প্রতিবাদে শ্যামপুর-কদমতলীতে বিক্ষোভ মিছিল

নাশকতার প্রতিবাদে রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ বুধবার সকাল ১০টায় এই বিক্ষোভ মিছিল করে তারা।

বুধবার সকাল ১০টায় স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী সন্ত্রাসী সংগঠন জামায়াত-শিবির কর্তৃক নাশকতা করার আশঙ্কায় স্থানীয় সংসদ সদস্য ড. আওলাদ হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল করে। 

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য ড. আওলাদ হোসেন বলেন, সাম্প্রতিক কোটা বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় জামায়াত-শিবির সরাসরি সম্পৃক্ত রয়েছে। ওরা সারাদেশে ও রাজধানীর যাত্রাবাড়ী-শনিরআখড়া এলাকায় হামলা, ভাঙচুর, নিপীড়ন, নির্যাতন, ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় সন্ত্রাসীরা কর্তব্যরত সোনালী নামে এক নারী সাংবাদিককে নির্যাতন করেছে। 

নৈরাজ্যকর পরিস্থিতিতে সারাদেশে প্রায় শতাধিক প্রাণহানি ঘটেছে, বিটিভি, সেতুভবনসহ অসংখ্য সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে। অসংখ্য সরকারি-বেসরকারি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষের আবেগের জায়গা, মেট্রোরেলের দুইটি স্ট্রেশন, ইলেভেটেড হাইওয়ে ও মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজা ধংস করেছে। রাজধানীর শনিরআখড়া এলাকায় কর্তব্যরত এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে ফুটওভারের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। 

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাকির হোসেন, সভাপতি, শ্রমিক লীগ, ফেরদৌসী ইয়াসমীন পপি, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগ, শরীফ মোহাম্মদ শাজাহান, দপ্তর সম্পাদক, শ্যামপুর থানা আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ, লিয়াকত মুফতী, সভাপতি, ৫৪নং ওয়ার্ড আওয়ামী লীগ, এড. ফারুক, সভাপতি, ৫২নং ওয়ার্ড ওয়ার্ড আওয়ামী লীগ, আলমগীর হোসেন, সাবেক সদস্য, জেলা পরিষদ, শাহিদ মাহমুদ হেমি, সদস্য কদমতলী থানা আওয়ামী লীগ, হাজী মহব্বত হোসেন, সাধারণ সম্পাদক, ৫৩নং ওয়ার্ড আওয়ামী লীগ, জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক, ৫২নং ওয়ার্ড ওয়ার্ড আওয়ামী লীগ, রফিকুল ইসলাম শাহীন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, হানিফ সরকার, সভাপতি, ৫৩নং ওয়ার্ড যুবলীগ, দবীর হোসেন, সভাপতি, ৫২ নং ওয়ার্ড যুবলীগ, আরিফুর রহমান রুবেল, সাধারণ সম্পাদক, ৫২নং ওয়ার্ড যুবলীগ, ফরিদ হোসেন, সভাপতি, ৫৮নং ওয়ার্ড যুবলীগ ও বিল্লাল হোসেন, সভাপতি, শ্যামপুর থানা শ্রমিক লীগ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর