৯ আগস্ট, ২০২৪ ২১:৩৩

বরিশালে শিক্ষার্থীদের বাজার মনিটরিং

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে শিক্ষার্থীদের বাজার মনিটরিং

বরিশাল নগরের বাজার দর মনিটরিং শুরু করেছে শিক্ষার্থীরা। আজ বিকেল থেকে নগরের বিভিন্ন বাজার পরিদর্শন করে। শিক্ষার্থীরা প্রথমে নতুনবাজার ও পরে বাজার রোড এলাকায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। পর্যায়ক্রমে পোর্টরোড বাজার, নথুল্লাবাদ বাজার, চৌমাথা বাজার পরিদর্শন করে তারা। 

শিক্ষার্থীরা জানান, বরিশালে বেশিরভাগ বড় বাজারগুলো দুপুরের পর থেকে মধ্য রাত পর্যন্ত চালু থাকায়। তাই বিকেলে এ মনিটরিং কার্যক্রম হাতে নিয়েছেন। বাজারে সঠিক মূল্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রি করা হচ্ছে কিনা, সেই বিষয়টি দেখছে তারা। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি রোধেও ব্যবসায়ীদের সতর্ক করছেন। ভোক্তার অধিকার নিশ্চিত করতে ব্যবসায়ীদের কিছু নির্দেশনা দেয়া হচ্ছে যা পরবর্তীতে কার্যকর করা হচ্ছে কিনা সেটিও মনিটরিং মাধ্যমে দেখা হবে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর