শিরোনাম
২৫ আগস্ট, ২০২৪ ১৪:০৯
প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

খুলনার সাবেক দুই এমপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

অনলাইন প্রতিবেদক

খুলনার সাবেক দুই এমপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হারুন অর রশিদের পরিবার।

খুলনা-৩ আসনের সাবেক দুই সংসদ সদস্য মন্নুজান সুফিয়ান এবং এস এম কামালের বিরুদ্ধে প্রভাব বিস্তার করে জমি দখলের অভিযোগ উঠেছে। 

শনিবার (২৪ আগস্ট) দুপুরে খুলনা প্রেস ক্লাবে জমি দখলের অভিযোগটি তুলে ধরে সংবাদ সম্মেলন করেন নগরীর খানজাহান আলী থানার এলাকার বাসিন্দা ভুক্তভোগী হারুন অর রশিদের পরিবার। 

তারা অভিযোগ করে বলেন, সাবেক দুই সংসদ সদস্য এবং খানজাহান আলী থানা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুর রহমান লিংকনের নেতৃত্বে মিরেরডাঙ্গা সাবেক নসু খানের ভাটাসহ অন্যন্য জমি জোরপূর্বক দখল করা হয়েছে। 

তিনি আরও বলেন, লিংকনের পাশাপাশি শিরোমণি গ্রামের তরিকুলও দখলে নেতৃত্বে দেয়। এছাড়া আওয়ামী সরকার পতনের পর জমিতে থাকা মাহাবুব ব্রাদার্সের লোকজন মুঠোফোনে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়। 

ওই দখলের পেছনে তৎকালীন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজও জড়িত বলে অভিযোগ করেন তিনি।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর