বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি

রংপুরে নিবন্ধন শুরু বরিশালে লটারি আজ

সরকারিভাবে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি কার্যক্রমের আওতায় আজ থেকে রংপুর বিভাগে নিবন্ধন শুরু হচ্ছে। অন্যদিকে আজ সকালে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে জেলার ৮৫টি ইউনিয়নের রেজিস্ট্রেশনভুক্তদের মধ্য থেকে লটারির মাধ্যমে সৌভাগ্যবান নির্বাচিত করা হবে। নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর_ রংপুর : আট জেলার সব ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রে নিবন্ধন কার্যক্রম আজ শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। নিবন্ধন ফরম পূরণ করা এবং নিবন্ধন আইডি প্রিন্ট আউট নেওয়াসহ জনপ্রতি ৫০ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র। নিবন্ধন শেষে প্রার্থীকে ভবিষ্যতে যোগাযোগের প্রয়োজনে একটি নম্বর দেওয়া হবে। বরিশাল : গতকাল শেষ দিনে জেলার ৮৫টি ইউনিয়নের মধ্যে ৭৭টি তথ্যসেবা কেন্দ্রে রেজিস্ট্রেশন করেছে ২ হাজার ৫৫৫ জন আগ্রহী। অপর ৮টি ইউপি তথ্যসেবা কেন্দ্রে রেজিস্ট্রেশনের সুযোগ না থাকলেও সেসব ইউনিয়নের লোকজন পাশর্্ববর্তী ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্র থেকে রেজিস্ট্রেশন করতে পেরেছে। বিভাগের ৩৪৪টি ইউনিয়নের আগ্রহী জনগণ রেজিস্ট্রেশনের সুবিধা পাচ্ছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. নূরুল আমীন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর