বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

উপাচার্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত আওয়ামী লীগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে রংপুর আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের নেতৃত্বে নেতা-কর্মীরা শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। অপরদিকে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির নেতৃত্বে দলটির একাংশ উপাচার্যের পক্ষে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। একপক্ষের নেতারা বলছেন, আওয়ামী লীগ দুর্নীতিকে প্রশ্রয় দেয় না বলেই উপাচার্যের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারীদের সঙ্গে একাত্দতা ঘোষণা করা হয়েছে। অপরপক্ষের নেতারা বলছেন, স্বাধীনতাবিরোধী শক্তি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। এদিকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল জানান, মহানগর আওয়ামী লীগ কোনো পক্ষেই অবস্থান নেয়নি। সোমবার রংপুর প্রেসক্লাব চত্বরে তাদের মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির নেতৃত্বে বেশ কয়েকজন নেতা-কর্মী। আচার্য (চ্যান্সেলর) মনোনীত রোকেয়া বিশ্ববিদ্যালয় শীর্ষ বাছাই কমিটির সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য চৌধুরী খালেকুজ্জামান বলেন, বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকে গত তিন বছরে বাছাই কমিটির কোনো সভা হয়নি। একাধিক পদে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দলীয় নেতারা পক্ষে-বিপক্ষে অবস্থান নিলে প্রকৃত ঘটনা চাপা পড়ে যেতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর