বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আট দফা সুপারিশ

হাওরাঞ্চলে জীবিকায়ন ও খাদ্য নিরাপত্তা শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার গতকাল শেষ হয়েছে। সমাপনী দিনে দেশের হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আট দফা সুপারিশ পেশ করা হয়। উন্নয়ন সংস্থা এফআইভিডিবি এ সেমিনারের উদ্যোক্তা। সুপারিশগুলো হলো হাওরাঞ্চলের মানুষের ভূমির মালিকানার জটিলতা নিরসন; শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পয়ঃনিষ্কাশন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন; উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ; পলি ও নদী ভরাট সমস্যার সমাধান; জীববৈচিত্র্য রক্ষায় প্রযুক্তিগত উদ্যোগ; সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও সমন্বয় এবং বেকার সমস্যা সমাধানে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি। এফআইভিডিবির এলইপি পরিচালক জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, ইনস্টিটিউটের প্রতিনিধি ড. আহমদ সালাহ উদ্দিন, এফআইভিডিবির সহযোগী পরিচালক বজলে মোস্তফা রাজী, লাগসই কৃষি উপদেষ্টা ড. শেখ তানভির হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর