বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

কমিউনিটি সেন্টারে থানা, বেহাল রাস্তাঘাট

কমিউনিটি সেন্টারে থানা, বেহাল রাস্তাঘাট
নানা সমস্যায় জর্জরিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর ১৬ নম্বর ওয়ার্ড। এবড়ো-খেবড়ো রাস্তাঘাট, একটি কমিউনিটি সেন্টার থাকলেও এটি এখন কলাবাগান থানা পুলিশের কার্যালয় করা হয়েছে। ব্যায়ামাগার, গানের স্কুল, পাঠাগার, দাতব্য চিকিৎসালয়, মাতৃসদন ও শিশু-কিশোরদের বিনোদনের জন্য কোনো পার্ক বা খেলার মাঠ নেই ওয়ার্ডে। আল আমিন রোড, ওয়েস্ট অ্যান্ড স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কাঁঠালবাগান, নর্থ রোড, গ্রিন কর্নার, স্কয়ার (গ্রিন রোড), গ্রিন রোড পূর্ব, নর্থ সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট (হাতিরপুল) ও ক্রিসেন্ট এলাকা জুড়ে ১৬ নম্বর ওয়ার্ড। এক লাখ ২০ হাজার জনসংখ্যা অধ্যুষিত ওয়ার্ডের ভোটার সংখ্যা ৪৬ হাজার ৬১৭। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা ওয়ার্ডের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নানা প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। তারা হলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, জাপা নেতা অপু শিকদার, আওয়ামী লীগ নেতা হোসেন হায়দার হিরু, শাহ আলম খান ও নাজিম উদ্দিন বাবু। হোসেন হায়দার হিরু বলেন, তার প্রথম অঙ্গীকার থাকবে সব ধরনের নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পেঁৗছানোর ব্যবস্থা করা। মাদক, চাঁদাবাজ-সন্ত্রাস নির্মূল করে একটি মডেল ওয়ার্ড গড়ে তোলা। নাজিম উদ্দিন বাবু বলেন, মাদক, চাঁদাবাজ-সন্ত্রাস নির্মূল করে একটি মডেল ওয়ার্ড গড়ে তুলব। সিরাজুল ইসলাম সময়ের চাহিদা অনুয়ায়ী এলাকার উন্নয়ন করার অঙ্গীকার করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর