বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের সময়সীমা বৃদ্ধি

নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে আজ-কালের মধ্যে পত্রপত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। গতকাল নির্বাচন কমিশন বৈঠকে নতুন দলের জন্য সময় বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। নিবন্ধনের বিষয়ে সাতটি রাজনৈতিক দলের একটি রিট ও কয়েকটি দল সময় বাড়ানোর আবেদন করে। এ কারণে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর প্রস্তাব দেয় নিবন্ধন যাচাই-বাছাই কমিটি। এর পরিপ্রেক্ষিতে কমিশন এ সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে কমিশনের দায়িত্বপ্রাপ্ত উপসচিব মু. আবদুল অদুদ জানান, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শীঘ্রই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কয়েকটি দল সময় বাড়ানোর আবেদন করায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে ৩১টি নতুন দল নিবন্ধনের জন্য কমিশনে আবেদন করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর