বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

রাজশাহীর হরতালে পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর

রাজশাহী বিভাগের আট জেলায় জামায়াতে ইসলামীর ডাকা গতকালের আধাবেলা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। তবে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, তানোর-গোদাগাড়ী আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতালের ডাক দেয় রাজশাহী জামায়াত। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুর রাজারে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ছোড়ে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পিকেটাররা পুলিশের একটি ভ্যানে অগি্নসংযোগ ও ভাঙচুর করেন। প্রায় আধা ঘণ্টা সংঘর্ষ চলার পর অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষে ১০ পিকেটার ও পাঁচ পুলিশ সদস্য আহত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর