বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

যোগাযোগ মন্ত্রণালয়ে দুর্নীতির মাত্রা কমেছে

ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর প্রতিবেদনে যোগাযোগ মন্ত্রণালয়ের উল্লেখ নেই। এতে প্রমাণ হয়, এ মন্ত্রণালয়ে দুর্নীতির মাত্রা লক্ষণীয়ভাবে কমে এসেছে। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আয়োজিত বাস নেটওয়ার্ক ও নিয়ন্ত্রক সংস্থার সংস্কার কার্যক্রম বাস্তবায়নবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ে দুর্নীতি পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তা বলব না। এ মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে সরকার চেষ্টা চালাচ্ছে। এতে সরকার পুরোপুরি সফল হবে। তিনি বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল ও এলিভেটেড এঙ্প্রেসের কাজ শুরু করতে পারলেই বর্তমান সরকারের জন্য বড় অর্জন হিসেবে দেখবেন সবাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর