বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

বাণিজ্য মেলায় কাজ করছে শিক্ষার্থীরা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী খণ্ডকালীন কাজ করছে। এদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী। কর্মজীবনে ঢুকার আগে এটিকে প্রস্তুতি হিসেবে নেয় তারা। বাণিজ্য মেলায় অংশ নেয়া বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানে তারা এক মাসের চুক্তিতে কাজ করছে। তবে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি লক্ষ্য করা গেছে। তারা প্রতিদিন ২৫০ থেকে ১০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাচ্ছে। সেই সঙ্গে দুপুরের খাবার, সকাল ও বিকালের নাস্তা এবং যাতায়াত ভাড়াও দিচ্ছেন নিয়োগকর্তা। জানাগেছে,খণ্ডকালীন কর্মীদের মধ্যে যারা ভালো কাজ করেন তাদের অনেককেই স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর