শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

মেয়রপ্রার্থী নিয়ে ধূম্রজাল বিপাকে নেতা-কর্মীরা

মেয়রপ্রার্থী নিয়ে ধূম্রজাল বিপাকে নেতা-কর্মীরা
চার সিটি করপোরেশন নির্বাচনের আর প্রায় এক মাস বাকি। ইতোমধ্যেই শুরু হয়েছে জমজমাট প্রচারণা। একক মেয়রপ্রার্থী দেওয়ার চেষ্টা করছে দলগুলো। তবে ধূম্রজাল কাটছে না। অনেক প্রার্থী দলের প্রার্থী বলে নিজেদের ঘোষণা করছেন। নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর_ সিলেটে দলীয় চার মেয়রপ্রার্থী নিয়ে বিপাকে পড়েছেন বিএনপির নেতা-কর্মীরা। এখনো দল থেকে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া না হলেও একাধিক প্রার্থী দলের সমর্থন পাওয়ার কথা প্রচার করে চলছেন। এ নিয়ে নেতা-কর্মীদের মাঝে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেন্দ্র থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় নেতা-কর্মীরাও কারও পক্ষে মাঠে নামার সাহস পাচ্ছেন না। মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইনের মনোনয়ন বাতিল হওয়ায় অপর তিন মেয়রপ্রার্থী মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী পংকী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শেষে গতকাল সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাইয়ে ১৫২ জন প্রার্থীর মধ্যে যথাযথ কাগজপত্র উপস্থাপন না করা ও ঋণ খেলাপির দায়ে ১৮ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে খুলনায় আরও সাত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। দুই দিনে সাধারণ আসনে ১০ জন এবং সংরক্ষিত আসনের ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হলো। এদিকে রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই চলাকালে দুপুরে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শরিফুল ইসলাম বাবুর মনোনয়নপত্র দাখিল করা কাগজপত্রে ঋণ খেলাপি থাকার বিষয়টি ধরা পড়ে। এদিকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিন সাধারণ কাউন্সিলর পদে ১১ জন এবং সংরক্ষিত আসনে একজনের মনোনয়ন বাতিল হয়েছে। বুধবার বাছাইয়ের প্রথম দিনে ৫ মেয়র প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. মজিবুর রহমান।

সর্বশেষ খবর