শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

আমেরিকা যাওয়া হলো না রিফাতের!

১২ বছরের শিশু মঈনুদ্দিন রিফাত। থাকে ফেনীর দাগনভঁূঞায়। বাবা-মা থাকেন আমেরিকা। ক্লাসে শিক্ষক মারধর করায় সিদ্ধান্ত নেয় আমেরিকা যাওয়ার। যেই কথা সেই কাজ। চলে আসে ঢাকায়। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপরন এলাকায় (যেখানে বিমান ওঠানামা করে) প্রবেশ। কিন্তু বিমানে ওঠার আগেই এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাকে ধরে ফেলে। ঘটনার পর পরই গতকাল বিমানবন্দর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। কীভাবে সবার চোখ ফাঁকি দিয়ে রিফাত বিমানবন্দরের সংরক্ষিত অ্যাপরন এলাকায় প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে বিমানের নিরাপত্তা নিয়েও। এপিবিএন সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের ভিভিআইপি ও ডমেস্টিক এলাকার মধ্যবর্তী কাঁটাতারের বেড়া অতিক্রম করে সংরক্ষিত অ্যাপরন এলাকা থেকে রিফাতকে আটক করা হয়। এ সময় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। রিফাতের ইচ্ছা ছিল এই প্লেনটিতে চড়ে সে আমেরিকায় যাবে! আটকের পর রিফাতকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। রিফাত পুলিশকে জানায়, আমেরিকা যাওয়ার জন্য সে ফেনীর দাগনভঁূঞা থেকে ট্রেনযোগে বিমানবন্দরে আসে। বিমানবন্দরের কার্গো ভবনের গেট দিয়ে একটি ট্রাকে করে সে ভেতরে ঢুকে পড়ে। পরে অ্যাপরন এলাকায় গিয়ে কাতার এয়ারওয়েজযোগে আমেরিকা যাওয়ার চেষ্টা চালায়। রিফাত পুলিশকে আরও জানায়, সে দাগনভূঁঞা আতার্তুক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। স্কুলের ম্যাডাম মারধর করায় আমেরিকায় যেতে ইচ্ছা হয়। সেখানে তার বাবা-মা থাকেন। এপিবিএনের সিনিয়র এএসপি এহতেশামুল হক জানান, কঠোর নিরাপত্তার মধ্যে সে কীভাবে স্পর্শকাতর এলাকায় প্রবেশ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল রাতেই রিফাতের মামা কলিমুল্লাহ লিটনের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর