শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

সন্ত্রাসবিরোধী যুদ্ধে পারস্পারিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ

পুলিশ লিডার্স রোল ইন কম্বেটিং টেরোরিজম শীর্ষক প্রশিক্ষণ

'পুলিশ লিডার্স রোল ইন কম্বেটিং টেরোরিজম' শীর্ষক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান পুলিশ স্টাফ কলেজের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে গতকাল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবি্লউ মোজেনা। সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাজমুল হক। প্রশিক্ষণ কোর্সটিতে এনএসআইয়ের দুজন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন, পুলিশের ২১ জনসহ মোট ২৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কোর্সটির পৃষ্ঠপোষকতায় ছিল ঢাকার মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি। প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণের মৌলিক উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে একই মনোভাব এবং সম প্লাটফর্ম তৈরি করা। তিনি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনাকারী সংস্থা ও সংগঠনসমূহের মধ্যে সম্ভাব্য দৃঢ় সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঢাকার মার্কিন দূতাবাস এবং পুলিশ স্টাফ কলেজকে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখা এবং কোর্সটিকে সফলভাবে শেষ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক এবং বন্ধুত্ব দীর্ঘদিনের। বৈশ্বিক ইস্যুগুলো এবং চাপ মোকাবিলার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। যে যেখানেই কাজ করি না কেন সন্ত্রাসের বিরুদ্ধে একই প্রকৃতির মনোভাব পোষণ করে বৈশ্বিক শান্তি ও স্থিতি নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর