শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

আজ শেখ হাসিনার দেশে ফেরার দিন

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ ফেরার ৩২তম বার্ষিকী আজ। ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নির্বাসন থেকে ফিরে প্রিয় জন্মভূমিতে পা রাখেন। সেদিন জাতির জনকের কন্যাকে অভ্যর্থনা জানাতে লাখ লাখ মানুষের ঢল নামে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে। বৈরী প্রকৃতি আর প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাকে স্বাগত জানাতে ছুটে আসেন বিমানবন্দরে। বিমানবন্দর থেকে ধানমন্ডির ৩২ নম্বর পর্যন্ত উৎসুক জনতার ভিড় আর গগনবিদারী স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকার রাজপথ। শেখ হাসিনাকে একনজর দেখার জন্য শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের উপস্থিতি ছিল অভাবনীয়। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের সাংগঠনিক কোনো কর্মসূচি না থাকলেও অঙ্গসংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর