শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা
পদ্মা সেতু দুর্নীতি

দুই প্রকৌশলীকে দুদকে জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার তদন্তের স্বার্থে যোগাযোগ মন্ত্রণালয়ের দুই প্রকৌশলীকে আবারও জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুজ্জামান ও অ্যালিভেটেড এঙ্প্রেসওয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী লিয়াকত আলীকে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এ দুই প্রকৌশলীর সঙ্গে জাতীয় সংসদের হুইপ নূর-ই আলম চৌধুরীর ভাই মজিবুর রহমান চৌধুরী ওরফে নিঙ্ন চৌধুরীকেও তলব করা হয়। কিন্তু তিনি দুদকে আসেননি। তার পক্ষে বার্তা নিয়ে দুজন প্রতিনিধি দুদকে যান। গুরুতর অসুস্থতার কারণে নিঙ্ন চৌধুরী দুদকে আসতে পারেননি বলে জানান তার প্রতিনিধিরা। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আলাদাভাবে এ দুই প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক মীর্জা জাহিদুল আলমের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করেন।

সর্বশেষ খবর