শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

ফকরুল আলমের গ্রন্থের প্রকাশনা

ফকরুল আলমের গ্রন্থের প্রকাশনা
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে অধ্যাপক ফকরুল আলম রচিত ‘Rabindranath Tagore and National Identity Formation in Bangladesh : Essays and reviews’ নামক গ্রন্থ। গতকাল একাডেমীর আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অধ্যাপক, কথাশিল্পী ড. সৈয়দ মনজুরুল ইসলাম। রোকেয়ার চিত্রকলা প্রদর্শনী : বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে আজ গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হচ্ছে শিল্পী রোকেয়া সুলতানার 'ফাটা মরগানা' শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। বিকালে বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাবি্বশ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মোজেনা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর