শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ ঘোষণা ভারতের

ভারতের জেআইসি শিক্ষা গ্রুপ বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে। এ গ্রুপের অধীনে তিনটি প্রতিষ্ঠানে ভারত সরকারের নির্দেশে ১৫% বিদেশি ছাত্রছাত্রীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে, যার মধ্যে মেধাবী ও স্বল্প আয়ের পরিবারের ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার বিদ্যুৎ মজুমদার এ ঘোষণা দেন। এ সময় জেআইসির কলেজ প্রকৌশলী উপস্থিত ছিলেন। তারা বর্তমানে ঢাকা ক্লাবের গেস্ট হাউসে অবস্থান করছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, পশ্চিমবঙ্গের পাঁচটি প্রতিষ্ঠানে বিদেশি ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ পেয়ে থাকেন, যার তিনটিই জেআইসির। এ গ্রুপের রয়েছে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে বর্তমানে ২১ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছেন। এর মধ্যে ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং, বিবিএ (অ), বিসিএ, এমবিএ, হোটেল ম্যানেজমেন্টসহ নানা কোর্সের শিক্ষার্থী রয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভারতীয় শিক্ষা মন্ত্রণালয়, অল ইন্ডিয়া টেকনিক্যাল কাউন্সিল, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, ন্যাশনাল বোর্ড অব অ্যাক্রিডিটেশন দ্বারা স্বীকৃত। জিআইসিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার মান আন্তর্জাতিক এবং শিক্ষা খরচ বাংলাদেশের প্রায় সমান বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর