শুক্রবার, ২৮ জুন, ২০১৩ ০০:০০ টা

সিলেটে জোড়া খুনের মামলায় ৮ জনের যাবজ্জীবন

সিলেটের কোম্পানীগঞ্জের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার ৮ জনের যাবজ্জীবনসহ ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। গতকাল বিকালে সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন ছাতকের বৌলাগ্রামের আবদুস শহীদ, আবদুস সোবহান, আবুল কাওছার, সোনা মিয়া, লাল মিয়া, আবদুল্লাহ, হিরা মিয়া ও নিন্দু মিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাদের আরও ৬ মাস কারাভোগ করতে হবে। মামলার ২০ আসামির মধ্যে দুজন মারা গেছেন। উচ্চ আদালতের নির্দেশে দুজনের বিচারকাজ স্থগিত থাকায় ১৬ জন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত। এদের মধ্যে ৮ জনকে যাবজ্জীবন, দুজনকে ১০ বছরের, দুজনকে ১ মাসের কারাদণ্ড ও চারজনকে বেকসুর খালাস দেন আদালত।

১০ বছরের সাজাপ্রাপ্তরা হলেন টেন্ডল মিয়া ও সামসুল হক। এদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৬ মাস কারাভোগ করতে হবে তাদের। এ ছাড়া এক মাসের সাজা হয়েছে চন্দন মিয়া ও শাহীন মিয়ার। সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জানান, ২০০৮ সালের ১৩ জানুয়ারি ছাতক উপজেলার বৌলাগ্রামে মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে কোম্পানীগঞ্জের হালুককুড়ি বিলের ধানখেতে বৌলাগ্রামের মৃত আবদুস সামাদের ছেলে ফারুক মিয়া ও আকল মিয়াসহ চার সহোদরের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা।

সর্বশেষ খবর