সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা

ট্যাক্স কার্ড পাচ্ছেন ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

সারা দেশে আয়কর মেলা সেপ্টেম্বরে

বিগত ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরের সর্বোচ্চ করদাতা হিসেবে আগামী ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবসে ট্যাক্স কার্ড পাচ্ছেন ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। করদাতাদের কর প্রদানের মানসিকতাকে উৎসাহিত করতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই ট্যাঙ্ কার্ড প্রদান করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ প্রসঙ্গে জানতে চাইলে এনবিআর সদস্য (কর প্রশাসন) মোহাম্মদ বশির উদ্দিন আহমেদ বলেন, সৎ করদাতাদের উৎসাহিত করতেই এনবিআর এই ট্যাক্স কার্ড প্রদান করছে। এনবিআর জানায়, প্রতি অর্থবছরের জন্য ১০ জন ব্যক্তি ও ১০টি প্রতিষ্ঠানকে ট্যাঙ্ কার্ড প্রদান করা হবে। এবার দুই অর্থবছরে মোট ৪০টি ট্যাক্স কার্ড প্রদান করা হবে। ইতোমধ্যেই এ লক্ষ্যে একটি কমিটি কাজ করছে। নাম প্রকাশ না করে ওই কমিটির এক কর্মকর্তা জানান, এরই মধ্যে ট্যাক্স কার্ডপ্রাপ্তদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ খেলাপি যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া যায়নি। বাকি কাজ আগামী মাসের মধ্যে শেষ হবে। এনবিআরের শীর্ষ পর্যায় থেকে এর আগে বলা হয়েছিল কয়েকটি ক্যাটাগরি করে ট্যাক্স কার্ড দেওয়া হবে। কিন্তু সময়ের স্বল্পতার কারণে এবারও ক্যাটাগরিভিত্তিক কার্ড দেওয়া হচ্ছে না। তবে ঋণ খেলাপি বা কোনো অবৈধ আয় দিয়ে কর দিলে ট্যাক্স কার্ডের সম্মান পাওয়া যাবে না। ওই কর্মকর্তা আরও বলেন, ভবিষ্যতে ক্যাটাগরি অনুযায়ী ট্যাক্স কার্ড দেওয়া হবে। এ বছর সময়ের স্বল্পতার কারণে এটি করা সম্ভব হচ্ছে না। এর আগে গত বছর সর্বপ্রথম ট্যাক্স কার্ড দেওয়ার বিষয়টি চালু হয়। প্রথম বার ২০০৯-১০ অর্থবছরের জন্য ট্যাঙ্ কার্ড দেওয়া হয়েছিল। এর আগে সরকার গত বছরের ৩১ ডিসেম্বর প্রথম বারের মতো ট্যাক্স কার্ড প্রদান করে। সেটি ছিল ২০০৯-১০ অর্থবছরের ট্যাক্স কার্ড। বাছাইয়ের দীর্ঘদিন পর এ কার্ড বিতরণ করায় পরবর্তী দুই বছরের কার্ডধারীদের বাছাইয়ের কাজ থমকে যায়। এখন থেকে সময় মতো এ কার্ড বিতরণ করা হবে। যেসব করদাতা এ কার্ড পাবেন, তারা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে (ভিআইপি) মর্যাদার অধিকারী হবেন। তাদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। হাসপাতাল, বিমান বা যে কোনো পাবলিক পরিবহনে ভ্রমণের ক্ষেত্রে তারা ভিআইপি হিসেবে অগ্রাধিকার পাবেন। ট্যাক্স কার্ডধারীরা একই সঙ্গে ব্যবসায়িকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (সিআইপি) সমান সুবিধা পাবেন। তথ্য মতে, যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কর প্রদানে অনিয়মের কোনোরকম অভিযোগ নেই। যারা কালো টাকা সাদা করেনি। কেবল সেইসব করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেই ট্যাঙ্ কার্ডের জন্য নির্বাচিত করা হবে। তাদেরকে একটি কার্ড, একটি ক্রেস্ট এবং একটি সনদ দেওয়া হবে।
 

সর্বশেষ খবর