সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা
সংস্কৃতি

শিল্পকলার চলচ্চিত্র উৎসবে দর্শকশূন্যতা

শিল্পকলার চলচ্চিত্র উৎসবে দর্শকশূন্যতা

রমজানের কারণে শিল্পকলা একাডেমীর চলচ্চিত্র প্রদর্শনীতে বিরাজ করছে দর্শকশূন্যতা। ১০ দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবে দর্শকের আগমন খুব একটা লক্ষ্য করা যায়নি। রমজানে এ উৎসবের আয়োজন নিয়েও নানা বিতর্ক রয়েছে শিল্পকলা একাডেমীর দর্শনার্থীদের মাঝে। রমজান মাসে এমন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন না করলেও শিল্প-সংস্কৃতির তেমন কোনো ক্ষতি হতো না এমনটি মনে করেন দর্শনার্থীরা। উৎসবটি একাডেমীর সবচেয়ে ব্যর্থ উৎসব হিসেবেও পর্যবসিত হয়েছে বলে মনে করেন শিল্প-সংস্কৃতি অঙ্গনের মানুষরা। গতকাল উৎসবের সপ্তম দিন সন্ধ্যায় প্রদর্শনী কক্ষে এর সত্যতা মিলেছে। গতকাল সন্ধ্যায় প্রদর্শিত হয়েছে বিশ্বমানের কমেডি চলচ্চিত্র 'ওয়াইল্ড হগস'। আজ সন্ধ্যায় প্রদর্শিত হবে 'লিটল মিস সানশাইন'। ৩১ জুলাই শেষ হবে ১০ দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব।
 

সর্বশেষ খবর