সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা

পুরনো আইনগুলো সংস্কারের সুপারিশ

দণ্ডবিধি, ফৌজদারি ও দেওয়ানি কার্যবিধিসহ ব্রিটিশ আমলে প্রণীত পুরনো আইনগুলো সংস্কারের সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির এই সুপারিশের সঙ্গে একমত পোষণ করে সাবেক প্রধান বিচারপতি ও নবনিযুক্ত আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক বলেছেন, ১৮৬১ সালের আইন দিয়ে বাংলাদেশ চলতে পারে না। পুরনো সব আইনের সংস্কার প্রয়োজন। এ ছাড়া কমিটি মামলাজট কমিয়ে আনতে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগের সুপারিশ করেছে। জাতীয় সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি ফজলে রাবি্ব মিয়ার সভাপতিত্বে বৈঠকে মো. রহমত আলী, খান টিপু সুলতান, নূরুল ইসলাম সুজন ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন।
 

সর্বশেষ খবর