সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা

আটকে গেছে শিক্ষা প্রশাসনের প্রকৌশলীদের পদোন্নতি

শিক্ষা প্রকৌশল অধিদফতর প্রশাসনের অসহযোগিতায় উপ-সহকারী প্রকৌশলীদের পদোন্নতি আটকে গেছে। পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণে তারা নিরুৎসাহিত হচ্ছেন। উচ্চ আদালতের রায়কে অবজ্ঞা করে চলছে শিক্ষা প্রশাসন। জানা যায়, ২০০৯ সালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষে ১৬ জন উপ-সহকারী প্রকৌশলী বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। সে সময় শিক্ষা প্রকৌশল অধিদফতরে ৭০টি পদ খালি ছিল। বর্তমানে ৩৬টি পদ খালি রয়েছে। বিধি মোতাবেক উত্তীর্ণ প্রকৌশলীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চলতি দায়িত্ব, পদোন্নতি ও পদায়ন চেয়ে আবেদন করেন। লিখিত ও মৌখিক আবেদন করার পরও কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেনি। ভুক্তভোগীদের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত গত বছরের ৯ ফেব্রুয়ারি নির্দেশনা দিয়ে রায় দেন। শিক্ষা সচিব রায়ের ওপর মতামত চেয়ে আইন বিভাগে পাঠান। আইন বিভাগ রিটকারীদের পক্ষে মতামত দিলে তিনি অতিরিক্ত সচিবকে আদালতের নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশ দেন।

সর্বশেষ খবর