রবিবার, ৪ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

সর্বোচ্চ পাসের হার মাদ্রাসায়, দ্বিতীয় কারিগরি শিক্ষা বোর্ডে

দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের তুলনায় গতবারের মতো এবারও পাসের দিক থেকে সর্বোচ্চ অবস্থানে রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। পাসের হার ৯১ দশমিক ৪৬ শতাংশ। এ হার আগের বছরের চেয়ে ৩১ শতাংশ কম। শিক্ষা বোর্ডটির অধীনে এ বছর পরীক্ষায় অংশ নেন ৮৭ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছেন ৮০ হাজার দুজন। জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার নয়জন। মাদ্রাসা বোর্ডের সাধারণ বিভাগে পাস করেছে ৯১ দশমিক ৩৩ এবং বিজ্ঞান বিভাগে ৯৩ দশমিক ৪২ শতাংশ। মুজাবি্বদ বিভাগে পাস করেছে ৭৬ দশমিক ৬৯ শতাংশ। বোর্ডটির শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর মধ্যে প্রথম স্থান দখল করেছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা। পাসের হার ৮১ দশমিক ২৬ শতাংশ। তৃতীয় হয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখা। পাসের হার ৮১ দশমিক ১৪ শতাংশ।

এদিকে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের তুলনায় সর্বোচ্চ পাসের হারের দিক থেকে দ্বিতীয় অবস্থান কারিগরি শিক্ষা বোর্ডের। এখানে পাসের হার ৮৫ দশমিক ৩ শতাংশ। ৪ দশমিক ৮৫ শতাংশ রয়েছে জিপিএ-৫। শিক্ষা বোর্ডটির অধীনে এ বছর এইচএসসি পরীক্ষায় ৯৫ হাজার ৯৮৪ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮১ হাজার ৬১৭ জন শিক্ষার্থী। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪ হাজার ৬৫৮ জন। এ বছর কারিগরি বোর্ডের বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের অধীনে পাস করেছে ৮৬ দশমিক ৯২ শতাংশ এবং ডিপ্লোমা-ইন-কমার্স বিভাগে পাস করেছে ৯১ দশমিক ৬৭ শতাংশ। আর ভোকেশনাল বিভাগে পাসের হার ৬৪ দশমিক ২০ শতাংশ। বোর্ডটির সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ। যার পাসের হার ৭৮ দশমিক ১৭ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে আবেদা নুর বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। যার পাসের হার ৭৭ দশমিক ৩৫ শতাংশ।

সর্বশেষ খবর