রবিবার, ৪ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

খুলনায় সেরা মিলিটারি স্কুল বরিশালে ক্যাডেট কলেজ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষাবোর্ডের মধ্যে দ্বিতীয় এবং খুলনার সেরা হয়েছে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে)। এবার এই কলেজ থেকে ৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৭ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৫ পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন জিপিএ-৫ এবং বাণিজ্য বিভাগে ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন জিপিএ-৫ পেয়েছে। বোর্ডের সেরা ২০-এর তালিকায় এবার খুলনার ৮টি কলেজ অবস্থান করে নিয়েছে। এর মধ্যে খুলনার সরকারি মহিলা কলেজ থেকে ১৭১ জন জিপিএ-৫ পেয়েছে। এখান থেকে ৫৮২ জন পরীক্ষায় অংশ নিয়ে ৫৩৬ জন পাস করেছে। খুলনার সরকারি এমএম সিটি কলেজ ৩৩৭টি জিপিএ-৫ নিয়ে বোর্ডের মধ্যে ৫ম ও খুলনায় ৩য় স্থানে রয়েছে। এই কলেজের ১২৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১৫০ জন।

এদিকে বরিশালে নিয়মিত ও অনিয়মিত মোট শিক্ষার্থী, অংশগ্রহণকারী পরীক্ষার্থী এবং জিপিএ-৫ সহ অন্যান্য গ্রেডে পাসের হার অনুযায়ী বোর্ডের শীর্ষ ২০টি কলেজের মধ্যে বিগত বছরগুলোর মতো এবারও শীর্ষে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। এ কলেজের ৪৬ জন শিক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। গত বছরের দ্বিতীয় অমৃত লাল দে মহাবিদ্যালয় এবার একই স্থানে বহাল রয়েছে। এ কলেজের ২৪৫ জন জিপিএ-৫ পেয়েছে। তৃতীয় স্থানে থাকা বরিশাল সরকারি মহিলা কলেজ ১১২টি জিপিএ-৫ পেয়েছে। চতুর্থ বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ১২৯ জন জিপিএ-৫ পেয়েছে। পঞ্চম গৌরনদীর মাহিলাড়া ডিগ্রি কলেজে জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। বরগুনার আমতলী ডিগ্রি কলেজ রয়েছে ষষ্ঠ স্থানে। এ কলেজ থেকে ৪৪ জন জিপিএ-৫ পেয়েছে।

সর্বশেষ খবর