রবিবার, ৪ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

দুর্লভ বিদেশি পাখির চিড়িয়াখানা ঢাকায়

দুর্লভ বিদেশি পাখির চিড়িয়াখানা ঢাকায়

ডিম থেকে বিদেশি দুর্লভ পাখির বাচ্চা ফুটিয়ে উপমহাদেশে আলোড়ন তুলেছেন ড. আবদুল ওয়াদুদ। তিনি বাংলাদেশের তরুণ পাখি গবেষক। তার সংগ্রহে রয়েছে ৮৭ দেশের ৫০০ প্রজাতির দুর্লভ পাখি। এসব পাখির বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা। শুধু বিদেশি পাখির লালন-পালন বা জাত রক্ষা নয়, এসব দুর্লভ পাখির ডিম থেকে বাচ্চা ফুটিয়ে অর্জন করেছেন বিরল সম্মান। তাকে বাংলাদেশ পাখি পালন সমিতি 'পাখি বিশেষজ্ঞ' উপাধিতে ভূষিত করেছে। তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মাধ্যমে পেশাগত জীবন শুরু করনে। কিন্তু প্রকৃতি ও পাখি প্রেমিক এই তরুণকে সে পেশায় বেশি দিন আটকে রাখা যায়নি। পৃথিবীর নানান দেশে ভ্রমণ করে সংগ্রহ করেছেন বহু প্রজাতির বিদেশি পাখি। তিনি মনে করেন সরকারি সহযোগিতা পেলে সিঙ্গাপুরের জুড়ং বার্ড পার্কের আদলে তিনিও কিছু একটা করতে পারবেন। গতকাল তার প্রতিষ্ঠিত রাজধানীর ২২/২ ফিকামলি জিম পাখি চিড়িয়াখানায় একান্ত আলাপচারিতায় তিনি বলেন, আমাদের দেশে প্রতি বছর বিভিন্ন চিড়িয়াখানার জন্য কোটি কোটি টাকার পাখি আমদানি করতে হয়। আমদানি করা এসব পাখির জীবন দক্ষ জনবলের অভাবে অল্প দিনের মধ্যে অবসান ঘটে। এ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে পাখি এখন আর ভালো নেই।

 

 

সর্বশেষ খবর