রবিবার, ৪ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

পেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

পেশাজীবীদের সম্মানে দেওয়া প্রধানমন্ত্রীর ইফতার মাহফিল দলমত নির্বিশেষে বিভিন্ন স্তরের পেশাজীবীর উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত পেশাজীবীরা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে এ ইফতারে অংশ নেন। গতকাল আসরের নামাজের পর পরই গণভবনের সামনের বিশাল প্যান্ডেলে আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করতে শুরু করেন। সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রিতদের টেবিলে ঘুরে ঘুরে কুশল বিনিময় করেন। কোরআন তিলাওয়াত ও ইসলামী সঙ্গীতের পর বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিন দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
পেশাজীবীদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক, অর্থনীতিবিদ ড. রেহমান সোবহান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বুয়েট উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মাহমুদ হাসান, এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, অর্থনীতিবিদ ড. খলীকুজ্জমান আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ডেইলি ইনডিপেনডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, দৈনিক বর্তমানের উপদেষ্টা সম্পাদক রাহাত খান, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল আলম, সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন, বাসসের প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া, বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভূইয়া, ডিইউজে সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী, বিটিভির মহাপরিচালক ম. হামিদ, এফডিসির মহাপরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আবিদা সুলতানা, সৈয়দ হাসান ইমাম, ড. ইনামুল হক, ফকির আলমগীর, লিয়াকত আলী লাকী, আসাদুজ্জামান নূর, চিত্রনায়ক ফারুক, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, পেশাজীবী সমন্বয় পরিষদের কামরুল আহসান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও পেশাজীবীদের সঙ্গে ইফতারে অংশ নেন।

সর্বশেষ খবর