শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

ওসির কাণ্ড...

সিলেটে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা নেননি জৈন্তাপুর থানার ওসি হারুনুর রশীদ। তবে হামলাকারী শ্রমিকলীগ নেতার দায়ের করা মামলাটি তিনি রেকর্ড করেছেন। ওই মামলায় হামলায় আহত সাংবাদিক ও দুই সতীর্থকে আসামি করা হয়েছে। শ্রমিকলীগ নেতার পক্ষ নিয়ে 'অতি উৎসাহী' হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা রেকর্ড করায় স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। জানা যায়, গত ২৪ আগস্ট উপজেলা শ্রমিকলীগ নেতা শওকত আলী উপজেলার টিলাবাড়ি মু্ক্তাপুরের দিনমজুর আবদুল খালিকের বাড়ি দখলে যান। এ সময় স্থানীয় জনতার প্রতিরোধের মুখে তিনি ফিরে আসেন। মঙ্গলবার এ সংক্রান্ত প্রতিবেদন সিলেটের বিভিন্ন স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওইদিন শ্রমিকলীগ নেতা শওকত আলী দৈনিক উত্তরপূর্ব পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. হানিফের উপর হামলা চালান। তাকে মারধর করে একটি ক্যামেরা ও ৪০ হাজার টাকাসহ মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়। হামলার ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে শওকতকে ধাওয়া দিলে তিনি আত্মরক্ষার্থে পালিয়ে যান। এ ঘটনায় মো. হানিফ বাদি হয়ে মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দিলেও ওসি মামলাটি রেকর্ড করেননি। উপরন্তু তিনি সাংবাদিক মো. হানিফ ও স্থানীয় দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি রেজওয়ান করিম সাবি্বরসহ ১১ জনের বিরুদ্ধে পাল্টা মামলা রেকর্ড করেন।

এ ব্যাপারে জৈন্তাপুর থানার ওসি হারুন অর রশীদ জানান, শ্রমিকলীগ নেতা শওকতের অবস্থা গুরুতর হওয়ায় তার মামলা রেকর্ড করা হয়েছে। সাংবাদিক হানিফ আহত হওয়ার ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ খবর