শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

দেশে বছরে তৈরি হবে আরও ১০ লাখ টিভি

উচ্চ প্রযুক্তির টেলিভিশন সেট তৈরির জন্য নতুন কারখানা স্থাপন করছে ওয়ালটন। এতে বছর তৈরি হবে প্রায় ১০ লাখ টেলিভিশন। আগামী বছরের শুরুতেই কারখানাটিতে উৎপাদন শুরু হবে। এর ফলে একদিকে বদলে যাবে দেশের চিত্র, অন্যদিকে ব্যাপকভাবে কমবে টেলিভিশনের দাম। খবর বাংলানিউজ।জানা গেছে, ওয়ালটনের এই কারখানায় তৈরি হবে উচ্চ প্রযুক্তির স্মার্ট টিভি, ওএলইডি, এলইডি, টুকে এলইডি, ফোরকে এলইডি ও সিআরটি টিভি।

সর্বশেষ খবর