শিরোনাম
শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

চট্টগ্রামে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা

সংঘর্ষের আশঙ্কায় প্রস্তুত প্রশাসন

চট্টগ্রামে ২৫ অক্টোবর পাল্টাপাল্টি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। এ নিয়ে সংগ্রাম পরিষদ গঠনসহ বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে দুটি দল। বর্তমান সরকারের শেষ সময়ে এ ধরনের কর্মসূচিকে ঘিরে চট্টগ্রাম নগরীর সাধারণ মানুষের মধ্যে চলছে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা ও বড় ধরনের সংঘাতের আশঙ্কা। সংঘাতের আশঙ্কায় বিভিন্ন ধরনের প্রস্তুতিও নিচ্ছে প্রশাসন। সমাবেশের মাধ্যমে বড় দুই জোটের শোডাউনের কথা শোনা গেলে এখন পর্যন্ত স্থান নির্ধারণ করা হয়নি। জানা গেছে, ২৫ অক্টোবর চট্টগ্রামে দুই জোট তাদের অবস্থান জানান দিতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। তবে এখন পর্যন্ত কোন দল কোথায় সমাবেশ করবে তার স্থান নির্ধারণ হয়নি। দুই দলের সম্ভাব্য তালিকায় রয়েছে লালদীঘি ময়দান। এ ছাড়া বিএনপি দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশ করতে পারে। অন্যদিকে আওয়ামী লীগ লালদীঘি ময়দান না পেলে দারুল ফজল মার্কেটের সামনে সমাবেশ করবে বলে জানা গেছে। ২৫ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রামে বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের প্রস্তুতিমূলক বৈঠকে বিভিন্ন নির্দেশনা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। নগর ছাত্রদলের নেতারা দ্বন্দ্ব ভুলে এসব প্রস্তুতি বৈঠকে অংশ নেন। নোমানের বাসভবনে ঈদ শুভেচ্ছার আড়ালে রাজপথ দখলে রাখার প্রস্তুতির জন্য এক সুধী সমাবেশে উপস্থিত হন মেয়র মন্জুর আলমসহ মহানগর, উত্তর, দক্ষিণ জেলার নেতারাও।

বাংলাদেশ প্রতিদিনকে নোমান বলেন, ২৫ অক্টোবরের পর চট্টগ্রামে বিএনপিই মাঠে থাকবে। কোনো অবৈধ সরকারের নির্দেশ না মানার জন্য প্রশাসনকেও আহ্বান জানান তিনি। তবে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২৫ অক্টোবর চট্টগ্রাম নগরীতে সমাবেশ করবে ১৮ দলীয় জোট। আওয়ামী লীগের সাজানো নির্বাচন প্রতিহত করতে নগরীর ৪১টি ওয়ার্ডে জোটের সংগ্রাম পরিষদ গঠনের কাজ চলছে। সমাবেশের স্থান এখনো নির্ধারণ না হলেও আজকালের মধ্যে জানানো হবে। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. ইব্রাহিম হোসেন বাবুল বলেন, কেন্দ্রের ঘোষণা অনুযায়ী ২৫ অক্টোবর সমাবেশ হবে। তবে কোথায় করা হবে তার স্থান এখনো নির্ধারণ করা হয়নি। আগামীকাল নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী দেশে ফিরলেই চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার নগরীতে ২৫ অক্টোবরের যে কোনো সভা-সমাবেশের বিষয়ে পুলিশ সর্বাত্দক প্রস্তুত রয়েছে বলে জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর