শিরোনাম
শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা

রূপসা সেতুতে ঘুরতে আসা কিশোরীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রাজু ব্যাপারী (২৩) নামের উত্তরা ইউনিভারসিটির বিবিএ ছাত্র খুন হয়েছেন। ঈদের দিন বিকালে রূপসা সেতুর পূর্বপারে একদল বখাটে সন্ত্রাসীর হাতুড়ি পেটায় রাজু গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজে ভর্তি হন। গতকাল বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকালে জাবুসা গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ রূপসা সেতুর সংযোগ সড়কের চৌরাস্তায় টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ঢাকার উত্তরা ইউনিভারসিটির বিবিএর ছাত্র রাজু ব্যাপারী ঈদের আগে নানাবাড়ি রূপসা উপজেলার জাবুসা গ্রামে বেড়াতে আসেন। ঈদের দিন বিকালে ৫/৬ বন্ধুর সঙ্গে রূপসা সেতুর নিচে রূপসা নদীর পারে ঘুরতে আসে। সন্ধ্যা ছয়টার দিকে ওই স্থানে ঘুরতে আসা কয়েক কিশোরীকে খুলনা মহানগরীর লবণচরা ও জিন্নাহপাড়া এলাকার কয়েকজন বখাটে সন্ত্রাসী উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করে রাজু ও তার বন্ধুরা। পরে বখাটেরা একজোট হয়ে রাজু ও তার বন্ধু আরিফুল, রিন্টু, আল আমিন, মানিক ও ইকরামকে বেধড়ক মারপিট করে। ঘটনার সময় রূপসা সেতু ক্যাম্প পুলিশের একটি দল ওই স্থানে উপস্থিত থাকলেও তারা নীরব ভূমিকা পালন করে। পরে খবর পেয়ে জাবুসা গ্রাম থেকে আত্দীয়রা এসে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে রাজু ব্যাপারী গতকাল বিকালে মারা যায়। এ ঘটনার প্রতিবাদে জাবুসা গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ বিক্ষোভ প্রদর্শন করেন। তারা আজ বিকাল পৌনে চারটা থেকে রূপসা সেতুর সংযোগ সড়কের জাবুসা চৌরাস্তায় বেরিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রায় একঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ মানুষকে বুঝিয়ে ব্যারিকেড সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ খবর