শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

শেখ রাসেলের ৫০তম জন্মদিন পালিত

শেখ রাসেলের ৫০তম জন্মদিন পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫০তম জন্মদিন পালিত হয়েছে গতকাল। দিনটি উপলক্ষে সকালে আওয়ামী লীগের পক্ষে বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখানে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাশ, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কৃষক লীগের শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নেতৃত্বে সংগঠন দুটির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরাও শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা জানান। ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী পবিত্র কোরআনখানি এবং বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

সর্বশেষ খবর