শিরোনাম
শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

ইলিশ ধরার দায়ে চার জেলের কারাদণ্ড

সরকারিভাবে নিষিদ্ধকালীন বরিশালের বিভিন্ন নদ-নদীতে ডিমওয়ালা ইলিশ ধরার দায়ে চার জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নগরী সংলগ্ন কীর্তনখোলা ও কালাবদর নদীতে অভিযান চালিয়ে গত দুই দিনে এই দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোক্তাদীর হোসেন ও রুবেল মাহমুদ। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে বজলু মুন্সি, হানিফ বয়াতি, সিদ্দিক বাড়ৈ ও খলিল চৌকিদার। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২১ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি মা ইলিশ।

এদিকে গত বৃহস্পতিবার দুপুরে কালাবদর ও কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে বজলু, হানিফ ও সিদ্দিককে ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশসহ আটক করা হয়। পরে তাদের এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে গতকাল দুপুরে কালাবদর নদীতে অভিযান চালিয়ে জেলে খলিল চৌকিদারকে ছয় হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশসহ আটক করা হয়। তাকে এক মাসের দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর