পুরান ঢাকার ঐতিহ্যবাহী সংগঠন আমরা ঢাকাবাসীর আয়োজনে গতকাল অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঈদ আনন্দ র্যালি। রংবেরংয়ের বেলুন, পোস্টার, ফেস্টুন, ব্যানার নিয়ে আনন্দ মিছিলের পাশাপাশি শিশু ও কিশোরীরা যেমন খুশি তেমন সাজ সেজে ঘোড়ার গাড়িতে চড়ে মিছিলে অংশ নেয়। র্যালিতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাসিদা পরিবেশন করা হয়। পুরান ঢাকার কালাচাঁন ব্যান্ড পার্টির দল তাদের বাজনা বাজিয়ে দর্শকদের উৎসাহিত করে। শিশু একাডেমি থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আনন্দ র্যালিটি রাজধানীর হাজারীবাগে গিয়ে শেষ হয়। র্যালির এবারের স্লোগান ছিল 'সাইকেলের জন্য আলাদা লেন, অধিক সাইকেল চালান, সাইকেল চালাও যানজট কমাও, পৃথক সাইকেল লেন বাস্তবায়ন করা হোক'। র্যালির সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। বিশেষ অতিথি ছিলেন ঢাকাবাসীর প্রধান উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, বাংলাদেশস্থ রিপাবলিক অব সেসেলস এর অনারারি কনসাল আমীরুজ্জামান ও ঢাকাবাসীর উপদেষ্টা নাগিনা চৌধুরী। বক্তারা পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা রূপলাল হাউস, ছোটকাটরা, বড়কাটরা দখলমুক্ত ও সংস্কার চান, ঢাকার বুড়িগঙ্গা এবং বুড়িগঙ্গার শাখা নদী বাবুপুরা ব্রিজ থেকে আমিন বাজার পর্যন্ত বেড়িবাঁধ সংলগ্ন নদীর দখল মুক্ত চান এবং সেখানে সরকারের ওয়াটার বাস চালু করার জোর দাবি জানান। এ সময় বক্তারা শাঁখারীবাজারের পুরাকীর্তি রক্ষার আহবান জানান। ঢাকাকে বসবাসের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানানো হয়।